তারিখঃ ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাল ব্যাবসায়ীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ করেছে পরিবার!

নিজেস্ব পতিবেদক! নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাল ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মৃত্যুর পর পরিবার অভিযোগ এনেছে, ‘অপহরণের পর নির্যাতনে’ গুরুতর আহত হয়েই তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহীম মিয়া মারা যান।
নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম সমকালকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার সদর বাজারে আসেন ইব্রাহিম। ওই সময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের আবু দায়ানের ছয় তলা ভবনের নিচ তলায় হাত-পা, মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন আটক রাখা হয়।’
ইব্রাহিমের সন্ধান না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন।
পরে বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬ তলা ভবনের নিচতলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় আহত ইব্রাহীমকে উদ্ধার করেন। আহত ইব্রাহীমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ইব্রাহীম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ইব্রাহিমকে উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌস নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত হবে।
তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

পোষ্টটি শেয়ার করুনঃ

About Author

আড়াইহাজার নিউজ

আড়াইহাজার নিউজ হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার নিউজ ডট কম এর সাথেই থাকুন।

Comments are closed.