তারিখঃ ১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভূয়া ডিবি পরিচয়ে নারী সহ ৫ জন গ্রেপ্তার!

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভূয়া ডিবি পরিচয়ে নারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দুপ্তরা পাল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রোববার বিকেলে এ ঘটনায় আড়াইহাজার থানায় রেখা বেগম নামে এক নারী বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা বাট্টা বড় বাড়ীর শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জ নোয়াপাড়া মোল্লাবাড়ীর রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা সুজন (৩৪), তাঁর স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জ শেখনগর ৫নং ওয়ার্ড আলমপুর উত্তরপাড়ার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকা আশকোনা মোল্লারটেক এলাকার আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার (২৯)।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান জানান,শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী রেখা বেগমের বাসায় প্রবেশ করে আসামিরা। এসময় আসামিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী রেখা টাকা দিতে অনীহা প্রকাশ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় ভুক্তভোগী চিৎকার করলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রেখা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে আটক করলেও আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলাম নামে একজন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুনঃ

About Author

আড়াইহাজার নিউজ

আড়াইহাজার নিউজ হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার নিউজ ডট কম এর সাথেই থাকুন।

Comments are closed.