তারিখঃ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজার সরকারী হসপিটালে, নবজাতক রেখে পালিয়েছে মা-বাবা!

স্টাফ রিপোর্টঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮তারিখ সকালে একজন অসুস্থ নবজাতক মেয়ে বাচ্চাকে চিকিৎসার জন্য নিয়ে আসে অজ্ঞাত পুরুষ ও মহিলা,
এ ব্যাপারে
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন আড়াইহাজার নিউজকে বলেন, ‘রোববার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি। তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি। অনেক চেষ্টা করেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।’

তিনি জানান, এদিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শিশুটির মা বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির বাবা মায়ের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ডা. আশরাফুল আমিন আরও জানান, শিশুটিকে হাসপাতালে হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। কেনা হয়েছে কাপড়সহ দরকারি সব জিনিসপত্র। আড়াইহাজার থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে!
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ‘শিশুটি কোথায় রাখবে তার জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা হাসপাতালে নিয়ে আসছিল তারা আসলেই নবজাতকটির বাবা-মা কিনা তা জানার জন্য চেষ্টা চলছে। এদিকে নবজাতকটি দেখতে কৌতূহলীদের ভিড় দেখা গেছে।’

পোষ্টটি শেয়ার করুনঃ

About Author

আড়াইহাজার নিউজ

আড়াইহাজার নিউজ হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার নিউজ ডট কম এর সাথেই থাকুন।

Comments are closed.