তারিখঃ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যাটারি চোর চক্রের ৩সদস্য গ্রেপ্তার!

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে সংঘবদ্ধ অটোরিকশার ব্যাটারি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে ) বুধবার রাত ৪:৪৫ সময় লেঙ্গুরদি এ এম বদরুজ্জামান খসরু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আঃ করিম (৪৫) পিতা মৃত আরজ আলী,রাইনাদি কলাগাছিয়া, সত্যবান্দী কালিবাড়ীর মৃত জয়নাল আবেদিন ভূঁইয়ার ছেলে মনির হোসেন (৩৫) এবং পাঁচগাঁও নয়াপাড়ার জামাল হোসেন এর ছেলে ওবায়দুল (৩৫)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএসআই মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আড়াইহাজার মদনপুর রাস্তায় এএম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের কাছে সিএনজিতে চোরাই মালামাল নিয়ে কিছু চোর অপেক্ষা করছে। তখন সঙ্গীয় ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু আমরা তাদের ধরতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে ৪ টি অটোরিকশার ব্যাটারি আছে। চুরি করা ব্যাটারিসহ তাদেরকে থানায় এনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করি।এর আগে ও সংঘবদ্ধ অটোরিকশার ব্যাটারি চোরদের বিষয়ে আমাদের কাছে অভিযোগ ছিল। চোরদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুনঃ

About Author

আড়াইহাজার নিউজ

আড়াইহাজার নিউজ হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার নিউজ ডট কম এর সাথেই থাকুন।

Comments are closed.